মুক্তমত
Hits: 350
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসছেন এই সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে প্রায় সময় দেশের কয়েকটি সংগঠন রাজপথে নেমে প্রতিবাদ করছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে মোদীবিরোধী আন্দোলন করা হয়। এই আন্দোলন থেকে এক শিশু বক্তাকে আটক করা হয়। তাকে গ্রেফতার করার পর অনেকে তাকে নিয়ে নানা রকম কথা বলতে থাকেন। এবার এই শিশু বক্তাকে গ্রেফতার করা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন আরিফ জেবটিক। পাঠকদের জন্য তা তুলে ধরা হল:
২৯ বছর বয়সি ’শিশু বক্তা’ দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার হওয়ার চেষ্টা করছিলেন বলে মনে হয়। প্রাণপণে তিনি কড়া কড়া বক্তৃতা করছিলেন। আজ সম্ভবত তারে না চিনে, মাদ্রাসার ছাত্র মনে করে আটক করে ফেলেছে।
গ্রেপ্তারের পর এখন তার ওয়াজের রেট ডাবল হয়ে যাবে। সবার জন্য উইন উইন সিচুয়েশন।
উল্লেখ্য, এই শিশু বক্তাকে আটক করার পর সে পুলিশভ্যানের ভেতর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বেশ কিছু বক্তব্য দেন। ইতিমধ্যে তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এর কিছুক্ষণ পর এই শিশু বক্তাকে ছেড়ে দেওয়া হয়েছে।